বাঁশবাড়ীয়া ইউনিয়ন
বাঁশবাড়ীয়া সমৃদ্র সৈকত বাস ও সিএনজি যোগে যাওয়া যায়। চট্টগ্রাম নিউ মার্কেট থেকে সরাসরি বাঁশবাড়ীয়া পর্যন্ত ৭ নং গাড়ি রয়েছে। ভাড়া পড়বে ৩৫ টাকা। কিংবা এ.কে খান গেইট হতে বড় বাসে (২০-৩০ টাকা ভাড়া) করে যাওয়া যায়। ইচ্ছে করলে আপনি হেটে অথবা রিকসা কিংবা সিএনজিতে ও যেতে পারবেন। রিকসা ভাড়া-৩০ টাকা। ফেরার পথে বাঁশবাড়ীয়া থেকেই ঢাকাগামী বা চট্টগ্রাম বাসে উঠে যেতে পারেন।
0
সংক্ষিপ্ত বর্ণনা:
প্রাকৃতিক সূন্দর্যের লীলাভূমি সীতাকুন্ড উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়নে বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত অবস্থিত।
বাঁশবাড়ীয়া বেরী বাঁধ পেরিয়ে সমুদ্র সৈকতের দিকে যেতেই বাম দিকে ঝাউ বাগান । এরপরই কয়েক গজ দক্ষিণে " বাঁশবাড়ীয়া ফেরি ঘাট" এর পাশে রয়েছে "কেউড়া গাছের বাগান" পিকনিক স্পট, এর পর রয়েছে কাংখিত বিশাল সমুদ্র সৈকত। এ সৈকতের পূর্ব দিকে এগুলোই প্রথমে দেখা যাবে সুন্দর আকৃতির ঝাউ বাগান। বন বিভাগের উদ্দ্যোগে বিভিন্ন প্রজাতির ঝাউগাছ লাগিয়ে সমুদ্র সৈকতের শোভা বর্ধন করা হয়েছে। এ নারিকেল ও ঝাউ বাগানের মধ্যেও রয়েছে পিকনিক স্পট যেখানে পর্যটকরা দল বেঁধে বনভোজনের অনাবিল আনন্দে নিজেদের একাকার করে তোলে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস