গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
সীতাকুন্ড, চট্টগ্রাম
স্মারক নং ইউএনও/সীতা/২০১৪- তারিখঃ ২৫.০৯.২০১৪খ্রিঃ
সভার নোটিশ
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০১৪ উপলক্ষেকোরবানীর পশুর হাট সহ অন্যান্য হাট/বাজার এর সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে আগামী ২৯ সেপ্টেম্বর, ২০১৪ তারিখ বিকাল ০৩:০০ঘটিকার সময় সীতাকুন্ড উপজেলায় অবস্থিত হাট/বাজারসমূহের ইজারাদারগণের সাথে মত বিনিময় সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
বর্ণিত সভায় প্রত্যেক হাট/বাজারের ইজারাদারকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
(মুহম্মদ শাহীন ইমরান)
উপজেলা নির্বাহী অফিসার
সীতাকুন্ড, চট্টগ্রাম
বিতরণঃ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে)
১। মেয়র, সীতাকুন্ড পৌরসভা(তাঁর নিয়ন্ত্রণাধীন হাট/বাজার সমূহের ইজারাদারদের উপস্থিতি নিশ্চিতকরণের অনুরোধসহ)
২। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সীতাকুন্ড, চট্টগ্রাম
৩। অফিসার ইনচার্জ, সীতাকুন্ড মডেল থানা
৪। ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিঃ, সীতাকুন্ড শাখা
৫। চেয়ারম্যান,...........................................ইউপি, সীতাকুন্ড, চট্টগ্রাম
৬। জনাব.........................................................,ইজারাদার,..........................................হাট/বাজার
সীতাকুন্ড, চট্টগ্রাম
স্মারক নং ইউএনও/সীতা/২০১৪- তারিখঃ ২৫.০৯.২০১৪খ্রিঃ
অনুলিপিঃ সদয় জ্ঞাতার্থে।
১। জেলা প্রশাসক, চট্টগ্রাম
২। চেয়ারম্যান, সীতাকুন্ড উপজেলা পরিষদ, চট্টগ্রাম
(মুহম্মদ শাহীন ইমরান)
উপজেলা নির্বাহী অফিসার
সীতাকুন্ড, চট্টগ্রাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস